Saturday, December 17, 2016

আইপিএল আবারও কলকাতায় সাকিব, সানরাইজার্সে মোস্তাফিজ





যেসব খেলোয়াড়দের রাখতে চাচ্ছে না তাদেরকে বাদ দেয়ার জন্য ফ্রাঞ্চাইজিদের সময় বেঁধে দেয় আইপিএল গভনিং কাউন্সিল। চূড়ান্ত সময়সীমা শেষে ফ্রাঞ্চাইজিরা ৪০ জন খেলোয়াড়কে ছেঁটে ফেললেছে।
কিন্তু টাইগার ভক্তদের জন্য সুখবর, বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানকে ধরে রেখেছে তাদের দল। ফলে আসছে আইপিএলেও সাকিব কলকাতা নাইট রাইডার্সে আর সানরাইজার্সের হয়ে মাঠ মাতাবেন মোস্তাফিজ।
গত মৌসুমে প্রথমবারের মতো আইপিএলে সানরাইজার্সের হয়ে খেলেই শিরোপা ছুঁয়ে দেখেন মোস্তাফিজ। ১৬ ম্যাচে ২৪.৭৬ গড়ে তুলে নিয়েছেন ১৭ উইকেট, ইকোনমি রেট ৬.৯০। জিতেছিলেন আইপিএলের ‘সেরা উদীয়মান’ ক্রিকেটারের পুরস্কারও।
অপরদিকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুবার শিরোপা জয় করা সাকিবকে আগামী আসরের জন্য আবারও রেখে দিয়েছে কলকাতা। সাকিব থাকলেও কলকাতা থেকে বাদ দেয়া হয়েছে জেসন হোল্ডার, জন হ্যাস্টিংস, কলিন মুনরো ও মরনে মরকেলকে।
উল্লেখ্য, আগামী বছরের এপ্রিলে মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসর।
your Download Link: Click Here To Download


খুবই কম টাকায় website বানিয়ে নিন- মাত্র ৬০০ টাকা থেকে শুরু(বিস্তারিত এখানে)




0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.