Saturday, December 17, 2016

ব্রেকিং নিউজ: নিষিদ্ধ হতে যাচ্ছে ভারতীয় সব টিভি চ্যানেল!

Image result for নিষিদ্ধ হতে যাচ্ছে ভারতীয় সব টিভি চ্যানেল

পাকিস্তানের ইলেক্ট্রনিক মিডিয়ার সরকারি নিয়ন্ত্রক সংস্থা সে দেশে সব ভারতীয় চ্যানেল নিষিদ্ধ করেছে। কিছুদিন আগে পাকিস্তানের বেলুচিস্তানে বালুচ ভাষায় একটি রেডিও সম্প্রচার শুরু করে ভারত। এরপরই ভারতীয় চ্যানেল প্রচারে এই রকম কঠোর অবস্থানে গেলো পাকিস্তান।
পাকিস্তান সরকার থেকে বলা হয়েছে, আগামী ১৫ অক্টোবরের মধ্যে ভারতীয় ডিটিএইচ (ডাইরেক্ট টু হোম- যে যন্ত্র দিয়ে টিভি চ্যানেল স্যাটেলাইট থেকে গ্রাহক পর্যায়ে তথ্য সরবারহ করে) ব্যবসা বন্ধ করতে। নির্ধারিত সময়ের মধ্যে যদি কোনো ডিটিএইচ ব্যবসায়ী সরকারের এই নির্দেশনা না মানে, তবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে সরকার।
ভারতীয় ডিটিএইচ বন্ধ করার সঙ্গে নিজেদের ডিটিএইচ ব্যবসাও শুরু করতে যাচ্ছে পাকিস্তান। পাকিস্তানি সূত্রে বরাতে এমনই জানিয়েছে ভারতীয় একটি সংবাদ মাধ্যম।

ভারতীয় চ্যানেল প্রচার বন্ধ করার কারণ হিসেবে পাকিস্তান কর্তৃপক্ষ ‘ল্যান্ডিং রাইট’ বা সম্প্রচার অধিকার না থাকার কথা উল্লেখ করেছে। পাকিস্তান কর্তৃপক্ষ জানাচ্ছে, যারা ভারতীয় ডিটিএইচের ব্যবসা করেন, তাদের সব ধরনের কার্যক্রম দমন করতে যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে।

পাকিস্তানি মিডিয়া বলছে, পাকিস্তানে মোট তিন মিলিয়ন ভারতীয় ডিটিএইচ বিক্রি করা হয়েছে। এগুলো বন্ধ করার পাশাপাশি নতুন করে ভারতীয় ডিটিএইচ ব্যবসা পুরোপুরি বন্ধ করে দেয়া হবে।
your Download Link: Click Here To Download


খুবই কম টাকায় website বানিয়ে নিন- মাত্র ৬০০ টাকা থেকে শুরু(বিস্তারিত এখানে)




সব ভুলে যাচ্ছেন? স্মৃতিশক্তি চাঙ্গা, ব্রেইন ভালো রাখতে ১২টি টিপস


Image result for সব ভুলে যাচ্ছেন ?


আপনি কি কাজের চাপে প্রায়ই এটা-সেটা ভুলে যাচ্ছেন বা আপনার স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ছে? এর পরিণাম কিন্তু হতে পারে ভয়ংকর৷ তাই বিভিন্ন গবেষণা থেকে প্রাপ্ত তথ্য থেকে জেনে নিন সতর্কতা এবং স্মৃতিশক্তিকে মজবুত করার কিছু উপায়৷

পর্যাপ্ত ঘুম

রাতে ৬ ঘণ্টার কম ঘুম হলে তা বার্ধক্য প্রক্রিয়া ত্বরান্বিত করতে মস্তিষ্কে বাঁধার সৃষ্টি করে, জানান রচেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. মাইকেন নেডেরগার্ড৷ তিনি জানান, এর জন্য জরুরি হচ্ছে গভীর ঘুম৷ এটা না হলে মস্তিষ্ক প্রায় সাত বছর বেশি বুড়িয়ে যেতে পারে৷

মস্তিষ্কের জন্য ঠান্ডা ঘরই ভালো

গরমের চেয়ে ঠান্ডায় স্মৃতিশক্তি এবং মনোযোগ তিনগুণ বেশি থাকে৷ এ কথা জানান নিউ সাউথ ওয়েল্স বিশ্ববিদ্যালয়ের অস্ট্রেলিয়ান মনোবিজ্ঞানী প্রফেসার ইয়োসেফ ফোরগাস৷ এছাড়া ঠান্ডা ঘর মাথাকেও ঠান্ডা রাখে, তাই ঘরের তাপমাত্রা কখনো ২১ ডিগ্রি সেলসিয়াসের বেশি রাখা ঠিক নয়, জানান তিনি৷

গল্প শেষ থেকে শুরু করুন

একটি গল্প পড়ে পুরো গল্পটা মনে রাখুন৷ এবার শুরু থেকে না বলে শেষ বা পেছন থেকে গল্পটা মনে করতে থাকুন৷ এই পন্থা মস্তিষ্কের কোষগুলোকে সচল তো রাখবেই, করবে আরো শক্তিশালী৷

সঠিক জুতো পরে বেরিয়ে পড়ুন

নিয়মিত হাঁটাচলা বা জগিং শরীরকে ভালো রাখে – এ কথা কম-বেশি আমরা সকলেই জানি৷ সেন্ট লুইস বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী মার্ক ম্যাকডানিয়েল জানান, শুধু শরীর নয় হাঁটাচলা এবং জগিং ব্রেনকেও ফিট রাখে৷ তবে সবচেয়ে ভালো হয় সপ্তাহে দুই থেকে তিনদিন অন্তত ২০ মিনিট করে হাঁটলে বা জগিং করলে৷

বিপরীত হাত ব্যবহারের অভ্যাস

যাঁরা ডান হাতে সব কিছু করেন, তাঁরা বাঁ হাতে আর যাঁরা বাঁ হাতে সব কিছু করেন, তাঁরা ডান হাতে সপ্তাহে অন্তত একবার সব কাজ করার চেষ্টা করুন৷ অর্থাৎ উল্টো হাতে খাওয়া-দাওয়া, দাঁতব্রাশ করা বা অন্যান্য টুকটাক ঘরের কাজ করার অভ্যাস করতে পারেন৷ এতেও ব্রেন সচল থাকে৷

বন্ধুত্ব লালন করুন

মানুষের সাথে কথাবার্তা বলা বা টেলিফোনে যোগাযোগ মস্তিষ্ককে তরুণ রাখে৷ এই তথ্যটি জানিয়েছেন এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের নিউরোলজিস্ট ড. স্টুয়ার্ট রিচি৷ তিনি বলেন, দিনে মাত্র ১০ মিনিটের যোগাযোগই নাকি মানুষের স্মৃতিশক্তিকে বেশ জোড়ালোভাবে জাগিয়ে তুলতে সহায়তা করে৷

প্রতিদিনের নিয়ম থেকে বেরিয়ে আসুন

ব্রেনকে সব সময় নতুন কিছু শিখতে হয়৷ তা না হলে মস্তিষ্ক নির্জীব হয়ে যায়৷ তাই প্রতিদিনের রুটিন ভেঙে অন্যকিছু করুন৷ মাঝে মাঝে অন্য রাস্তা দিয়ে কর্মস্থলে বা কলেজে যান৷ নতুন কোনো ভাষা বা যন্ত্র বাজানো শিখুন৷ এতে ডিমেনশিয়ার ঝুঁকি শতকরা ৭৫ ভাগ কমে যায়৷ নিউ ইয়র্কের আলবার্ট আইনস্টাইন মেডিকেল কলেজের করা এক সমীক্ষা থেকে জানা গেছে এ তথ্য৷

পায়ের আঙুলের ম্যাসাজ

প্রতিদিন পাঁচ মিনিট করে পায়ের আঙুল ম্যাসাজ করুন৷ প্রথমে আঙুলের ওপর থেকে শুরু করে আস্তে আস্তে টিপে টিপে নীচের দিকে যান৷ এই ম্যাসাজ মস্তিষ্কের কোষের সাথে যোগাযোগ স্থাপনে সহায়তা করে৷

শপিং লিস্ট

বাজারে বা দোকানে যাওয়ার আগে কী কী কিনবেন তার একটি লিস্ট তৈরি করে নিন এবং ইচ্ছে করেই সেটা বাড়িতে রেখে শপিংয়ে চলে যান৷ ফিরে এসে দেখুন ক’টা ভুলে গেছেন আর ক’টা মনে রাখতে পেরেছেন৷ এই নিয়ম যত বেশি করা হবে, ব্রেন তত দীর্ঘ সময় মস্তিষ্কে ‘সেভ’ করে রাখতে পারবে তথ্যগুলো৷

দুই কাপ কফিই যথেষ্ট

দিনে দুই কাপ কফি পান করলে আলৎসহাইমার ঝুঁকি কমে শতকরা ২০ ভাগ৷ একটি সমীক্ষার ফলাফল থেকে এ তথ্য বেরিয়ে এসেছে বলে জানিয়েছেন ডিমেনশিয়ার পর্তুগিজ গবেষক ড. কাটারিনা সান্তোস৷ কারণ কফি পান তিরিশের বেশি বয়সিদের মস্তিষ্ককে ধীরে ধীরে বুড়িয়ে যাওয়া থেকে অনেকটাই রোধ করে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে৷

রুটিন চেকআপ

হৃদপিণ্ডের নানারকম অসুখের ঝুঁকির কারণেও মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যেতে পারে৷ তাই বছরে একবার রক্তচাপ, ডায়াবেটিস এবং কোলেস্টোরলের মাত্রা পরীক্ষা করানো উচিত৷

মস্তিষ্কের খাবার

আখরোটের ‘পলিফেনল’ ব্রেনের স্মৃতি শক্তি বাড়িয়ে দেয়৷ তাছাড়াও সামুদ্রিক মাছের ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, পালং শাক, ডার্ক চকলেট, গ্রিন টি, অলিভ অয়েল, শাক-সবজি ইত্যাদি মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষায় খুবই জরুরি৷
your Download Link: Click Here To Download


খুবই কম টাকায় website বানিয়ে নিন- মাত্র ৬০০ টাকা থেকে শুরু(বিস্তারিত এখানে)




কাবা শরীফের এক বিরল রহস্য উদ্ধার - দেখুন মুজিযা











your Download Link: Click Here To Download


খুবই কম টাকায় website বানিয়ে নিন- মাত্র ৬০০ টাকা থেকে শুরু(বিস্তারিত এখানে)


হাবিল কাবিল মানব জাতি















your Download Link: Click Here To Download


খুবই কম টাকায় website বানিয়ে নিন- মাত্র ৬০০ টাকা থেকে শুরু(বিস্তারিত এখানে)


কা'বা শরীফের ইতিহাস,,,নিজে দেখুন,,,, শেয়ার করুন-











your Download Link: Click Here To Download


খুবই কম টাকায় website বানিয়ে নিন- মাত্র ৬০০ টাকা থেকে শুরু(বিস্তারিত এখানে)


গরম তেলে বসে ধ্যান করলেন সন্ন্যাসী

















your Download Link: Click Here To Download


খুবই কম টাকায় website বানিয়ে নিন- মাত্র ৬০০ টাকা থেকে শুরু(বিস্তারিত এখানে)


অবাক করা ম্যাজিক ভিডিও

















your Download Link: Click Here To Download


খুবই কম টাকায় website বানিয়ে নিন- মাত্র ৬০০ টাকা থেকে শুরু(বিস্তারিত এখানে)


মৃত মানুষ হঠাৎ জেগে উঠে আবার মারা গেলেন/ bangla news 2016



















your Download Link: Click Here To Download


খুবই কম টাকায় website বানিয়ে নিন- মাত্র ৬০০ টাকা থেকে শুরু(বিস্তারিত এখানে)


কবর থেকে দিনে দুপুরে বের হলো জ্যান্ত মানুষ!













your Download Link: Click Here To Download


খুবই কম টাকায় website বানিয়ে নিন- মাত্র ৬০০ টাকা থেকে শুরু(বিস্তারিত এখানে)


Gaan Friendz takes over the show! - The Interview w/ ChotoAzad











your Download Link: Click Here To Download


খুবই কম টাকায় website বানিয়ে নিন- মাত্র ৬০০ টাকা থেকে শুরু(বিস্তারিত এখানে)


আইপিএল আবারও কলকাতায় সাকিব, সানরাইজার্সে মোস্তাফিজ





যেসব খেলোয়াড়দের রাখতে চাচ্ছে না তাদেরকে বাদ দেয়ার জন্য ফ্রাঞ্চাইজিদের সময় বেঁধে দেয় আইপিএল গভনিং কাউন্সিল। চূড়ান্ত সময়সীমা শেষে ফ্রাঞ্চাইজিরা ৪০ জন খেলোয়াড়কে ছেঁটে ফেললেছে।
কিন্তু টাইগার ভক্তদের জন্য সুখবর, বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানকে ধরে রেখেছে তাদের দল। ফলে আসছে আইপিএলেও সাকিব কলকাতা নাইট রাইডার্সে আর সানরাইজার্সের হয়ে মাঠ মাতাবেন মোস্তাফিজ।
গত মৌসুমে প্রথমবারের মতো আইপিএলে সানরাইজার্সের হয়ে খেলেই শিরোপা ছুঁয়ে দেখেন মোস্তাফিজ। ১৬ ম্যাচে ২৪.৭৬ গড়ে তুলে নিয়েছেন ১৭ উইকেট, ইকোনমি রেট ৬.৯০। জিতেছিলেন আইপিএলের ‘সেরা উদীয়মান’ ক্রিকেটারের পুরস্কারও।
অপরদিকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুবার শিরোপা জয় করা সাকিবকে আগামী আসরের জন্য আবারও রেখে দিয়েছে কলকাতা। সাকিব থাকলেও কলকাতা থেকে বাদ দেয়া হয়েছে জেসন হোল্ডার, জন হ্যাস্টিংস, কলিন মুনরো ও মরনে মরকেলকে।
উল্লেখ্য, আগামী বছরের এপ্রিলে মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসর।
your Download Link: Click Here To Download


খুবই কম টাকায় website বানিয়ে নিন- মাত্র ৬০০ টাকা থেকে শুরু(বিস্তারিত এখানে)




Friday, December 16, 2016

Despicable Me 3 Trailer #1 (2017) | Movieclips Trailers











your Download Link: Click Here To Download


খুবই কম টাকায় website বানিয়ে নিন- মাত্র ৬০০ টাকা থেকে শুরু(বিস্তারিত এখানে)