দুধ ও রসুন খুব উপকারী দুটি খাবার। এদের আলাদা আলাদা স্বাস্থ্যগত গুণ আছে। তবে দুধের মধ্যে রসুন মিশিয়ে খেলে আরো অনেক উপকার পাওয়া যায়। দুধকে আদর্শ খাবার বলা হয়। এর মধ্যে মানবশরীরের জন্য প্রয়োজনীয় প্রায় সব উপাদানই আছে। আর রসুনের মধ্যে রয়েছে প্রদাহরোধী উপাদান, রয়েছে ব্যাকটেরিয়ারোধী উপাদান।
রসুন–দুধের উপকারিতা
১. রসুন দুধ অ্যাজমা প্রতিরোধে কাজ করে।
২. সপ্তাহে তিনবার রসুন-দুধ পানীয় খেলে নিউমোনিয়া কমতে সাহায্য হয়।
৩.এই পানীয় শরীরের বাজে কোলেস্টেরলের পরিমাণ কমায়। রক্ত জমাটবাঁধা প্রতিরোধ করে, রক্ত সঞ্চালন ভালো করে। তবে অবশ্যই দুধটি লো ফ্যাট হতে হবে।
৪. নিয়মিত এই পানীয় পান করলে আরথ্রাইটিসের সমস্যা কমবে।
৫. রসুন-দুধ ঘুমের সমস্যা প্রতিরোধে উপকারী।
৬. ঠান্ডা-কাশি কমাতে রসুন-দুধের পানীয় খেতে পারেন।
৭. রসুন-দুধ প্রজননক্ষমতা বাড়াতে কাজ করে।
রসুন–দুধের পানীয় তৈরি করতে যা যা লাগবে
১. ৫০০ মিলি লিটার দুধ
২. খোসা ছাড়ানো ১০ কোয়া থেঁতলানো রসুন
৩. দুই থেকে তিন চা চামচ চিনি
৪. ২৫০ মিলি লিটার পানি
যেভাবে প্রস্তুত করবেন
একটি পাত্রে দুধ ও পানি মেশান। তাতে থেঁতলানো রসুন দিন। এরপর ফোটানোর জন্য চুলায় দিন। দুধ জ্বাল দিতে দিতে অর্ধেক পরিমাণ হলে নামিয়ে ফেলুন। এরপর মিশ্রণটিতে চিনি মেশান। উষ্ণ থাকতে থাকতে পান করুন।
Download Link Below:-
Latest News: পরীমনির সেক্স ভিডিও ফাঁস ( দেখুন ভিডিও ডাউনলোড করে )
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.