সিঙ্গাপুরের মুসলমানদের জন্য ২০ মিলিয়ন সিঙ্গাপুর ডলার (যা বাংলাদেশি টাকায় ১২০ কোটি টাকা) খরচ করে নির্মাণ করা হয়েছে ‘মসজিদ মারুফ’। গতকাল ১৯ আগস্ট ২০১৬ শুক্রবার নবনির্মিত মসজিদটির উদ্বোধন করেন সিঙ্গাপুরের তথ্য ও যোগাযোগ মন্ত্রী এবং মুসলিম ধর্ম বিষয়ক মন্ত্রী জনাব ডক্টর ইয়াকুব ইব্রাহিম।
চারতলা এই মসজিদে রয়েছে সকল আধুনিক সুযোগ সুবিধা, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রীত, বৃহৎ লিফট, ও নিরাপত্তার জন্য রয়েছে সার্বক্ষণিক ক্লোজ সার্কিট ক্যামেরা। মসজিদটিতে একসাথে ৪৫০০ হাজার মানুষ নামাজ পড়তে পারবেন। মসজিদটি ২০ জুড়ং ওয়েস্টের, ২৬নং স্টিট, পোস্টাল কোড সিঙ্গাপুর -৬৪৮১২৫ এ নির্মান করা হয়েছে। জুড়ং ওয়েস্ট, বুনলে, লেক সাইট, ও নানিয়াং ইউনিভার্সিটির কাছাকাছি হওয়া এই এলাকার মানুষদের নামাজ পড়তে এখন অনেক সুবিধা হবে।
নিউজ১৯৭১ডটকম-এর প্রতিনিধির সাথে কথা হয় জুড়ং ওয়েস্ট এলাকার বাসিন্দা মো. নাসির উদ্দিনের সাথে। তিনি বলেন, এতোদিন অত্র এলাকার মানুষদের আশিকিরন মসজিদে নামাজ পরতে যেতে হতো। এখন থেকে আর কষ্ট করে এতো দূরে যেতে হবে না।
তিনি আরো বলেন, আমাদের অধিকাংশ বাংলাদেশীদের বসবাস জুড়ং ওয়েস্ট ও এর আশে পাশে তাই এই মসজিদটি নিমির্ত হওয়ায় আমাদের বাংলাদেশিদের নামাজ পড়তেও অনেক সুবিধা হবে।
উল্লেখ্য যে, জুড়ং ওয়েস্ট এলাকার বাসিন্দাদের দাবির প্রেক্ষিতে ২০১০ সালে মসজিদটির নির্মান কাজ এর শুরু করেন বতর্মান তথ্য ও যোগাযোগ মন্ত্রী এবং মুসলিম ধর্ম বিষয়ক মন্ত্রী জনাব ডক্টর ইয়াকুব ইব্রাহিম
Download Link Below:-
Latest News: পরীমনির সেক্স ভিডিও ফাঁস ( দেখুন ভিডিও ডাউনলোড করে )
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.