Friday, December 2, 2016

চলতি বছরেই শুরু হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ! কে এই ভবিষ্যতবানী করেছেন? ( দেখুন বিস্তারিত )



ষোড়শ শতকের ফরাসি পদার্থবিদ ও জ্যোতির্বিদ মাইকেল দে নোতর দাম, ওরফে নস্ত্রাদামুস, ইতিহাসে বিখ্যাত হয়ে রয়েছেন‌ তাঁর আশ্চর্য ভবিষ্যৎবাণীর জন্য। ‘দি প্রফেসিস’— এই ইংরেজি নামে পরিচিত তাঁর বইটিতে লেখা রহস্যে ঘেরা ভবিষ্যৎবার্তাগুলির অনেকগুলিই কালক্রমে সত্য বলে প্রমাণিত হয়েছে। ১৯৩০-এর দশকে হিটলারের উত্থান, আমেরিকার কেনেডি-ভাইদের নিহত হওয়ার ঘটনা, নেপোলিয়নের পরাজয়, এমনকি ৯/১১-এ আমেরিকায় সন্ত্রাসবাদী হামলা— সবটাই তিনি রহস্যময় ভাষায় বলে গিয়েছিলেন ৫০০ বছর আগেই।


এবার প্রকাশ্যে আরও এল আরও এক বুক কাঁপানো সত্যি। ২০১৬-তেই তৃতীয় বিশ্বযুদ্ধ হবে বলে ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন তিনি। ভারত-পাকিস্তানের মধ্যে যখন অশান্তি চরমে পৌঁছেছে, তখন এই তথ্য আরও আরও ভয় ধরাচ্ছে।

নস্ত্রাদামুসের গণনা অনুসারে, ২০১৬ সালেই পৃথিবীর বৃহৎ রাষ্ট্রশক্তিগুলির মধ্যে এক ব্যাপক যুদ্ধ শুরু হবে। যা দীর্ঘ ২৭ বছর স্থায়ী হবে, এবং বিপুল প্রাণহানির কারণ হবে। অনেকেই মনে করেন, নস্ত্রাদামুস ইঙ্গিতে তৃতীয় বিশ্বযুদ্ধের কথাই বলে গিয়েছিলেন। আর এই সময় আকাশে একটা ধূমকেতুর আবির্ভাব হবে বলেও উল্লেখ করছিলেন তিনি।

সম্প্রতি উরি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম অশান্তি তৈরি হয়েছে। তৈরি হয়েছে যুদ্ধের আবহ। পাকিস্তানকে কড়া জবাব দিতে যুদ্ধেই সায় দিচ্ছে দেশের মানুষও। ভারতকে সমর্থন করছে আমেরিকা। অন্যদিকে, পাকিস্তানের পাশে রয়েছে চিন। কাঁটাতারের দু’পারেই চলছে ব্যাপক যুদ্ধ মহড়া। বারবার ভারতকে পরমাণু হামলার হুমকিও দিচ্ছে পাকিস্তান। এরই মধ্যে পাকিস্তানে ঢুকে জঙ্গি শিবিরে অভিযান চালিয়ে এসেছে ভারতীয় সেনা। এখানেই শেষ নয়, ভারতের এই সার্জিক্যাল স্ট্রাইকের পরেও ফের কাশ্মীরে জঙ্গি-ক্যাম্পে হামলা চলেছে। এইসব কিছু কি তবে আসলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর ইঙ্গিত দিচ্ছে? প্রশ্ন কিন্তু রয়েই যাচ্ছে।

-কলকাতা২৪

Download Link Below:-





0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.